শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

স্পেন-ব্রাজিল প্রীতি ম্যাচ ড্র

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ২৭ মার্চ, ২০২৪

খেলার শেষ বাঁশি বাজার আগে মুহুর্তে পেনাল্টি। ম্যাচের বয়স তখন ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিট। সে পেনাল্টি থেকে লুকাস পাকুয়েতার গোল। আর তাতেই স্পেন-ব্রাজিল বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।

মঙ্গলবার রাতে স্পেনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দেশের এ লড়াইটি। তবে দুই দলের দুই তরুণ খেলোয়াড় স্পেনের লামিনে ইয়ামাল ও ব্রাজিলের এনড্রিক ম্যাচে আলো কেড়ে নিয়েছিলেন। ইয়ামাল গোলের দেখা পাননি তবে এনড্রিক করেছেন এক গোল। এটি ছিল তার টানা দুই ম্যাচে দুই গোল। অন্যদিকে গোল না পেলেও স্পেনের করা তিন গোলেই অবদান ছিল ইয়ামালের। তাই তো ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে কোচ যখন তাকে মাঠ থেকে তুলে নেয় তখন দর্শক দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাতে ভুল করেনি।

নিজেদের মাঠের খেলায় স্পেনের স্পষ্ট আধিপত্য ছিল। বিশেষ করে প্রথমার্ধে তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে। তাই তো এক পর্যায়ে দুই গোলে তারা এগিয়ে গিয়েছিল। দ্বাদশ মিনিটে রদ্রি এবং ৩৬ মিনিটে ডানি ওলমো করেছিলেন গোল দুটো। রদ্রির গোলটি ছিল পেনাল্টি থেকে পাওয়া। বিরতি পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারলে ম্যাচে ফল হয়তো ভিন্ন হতো। কিন্তু বিরতির আগেই রদ্রিগোর গোলে ব্রাজিল ব্যবধান কমিয়ে আনে।

বিরতির পরও গোলের এই ধারাবাহিকত ধরে রাখে ব্রাজিল। তাই তো দ্বিতীয়ার্ধে খেলার বয়স পাঁচ মিনিট হতে না হতেই সমতাসূচক গোল পেয়ে যায় সফরকারী দল। তবে ৮৭ মিনিটে সফরকারীদের মুখের হাসি কেড়ে নিয়েছিেলেন রদ্রি। আবার পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে নিয়েছিলেন। তবে ওই পেনাল্টিই আবার ব্রাজিলের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে লুকাস পাকুয়েতা পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

প্রীতি ম্যাচের মোড়কে আয়োজিত এ ম্যাচে আরো একটি লড়াই ছিল। সেটি বর্ণবাদের বিপক্ষে লড়াই। তাই তো ব্রাজিলের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের সমর্থনে এ ম্যাচের স্লোগান ছিল ‘ওয়ান স্কিন, ওয়ান আইডেন্টি’।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর