হকি লিগগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্যাম্প ছাড়লেন মোহামেডানের খেলোয়াড়রা

একদিন পরেই হকি লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ৩০ মার্চ চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মাঠে নামবে তারা। এরই মধ্যে ঘটে গেছে এক অঘটন। পরিশ্রমিক না পেয়ে ক্যাম্প ছেড়ে গেছেন মোহামেডানের খেলোয়াড়রা।
মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেন, খেলোয়াড়রা এতদিন অপেক্ষায় ছিল। কষ্ট নিয়েও খেলা চালিয়ে গেছে। পারিশ্রমিক না পেয়ে পুলিশের বিপক্ষে ম্যাচ শেষে তারা ক্যাম্প ছেড়ে চলে গেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা।’
এ সম্পর্কে মোহামেডানের হকি দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও পারিশ্রমিক বকেয়া রয়েছে। বিদেশি খেলোয়াড়রা সম্পর্ক ও সম্মানের কারণে নিজেরা বিমান ভাড়া দিয়ে এসেছেন। তাদেরও সম্মানী দিতে পারিনি। এতদিন কষ্ট করে চালিয়ে নিয়েছি এখন আর পারছি না।
এদিকে মোহামেডান হকি কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, আমি নির্দিষ্ট সময় পারিশ্রমিক দিতে পারিনি এটা সত্যি। তবে আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি। বিশেষ করে পরবর্তী ম্যাচের আগে সমাধানের চেষ্টা করে যাচ্ছি। আমাদের সভাপতি মহোদয় অসুস্থ। তিনি সুস্থ থাকলে এই পরিস্থিতিতে পড়তে হতো না।