চট্টগ্রাম টেস্টটস জিতে আগে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আজ থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। সকাল ১০টায় শুরু হবে ম্যাচ।
বাংলাদেশের জন্য এ ম্যাচটা কঠিন পরীক্ষার এক ম্যাচ। প্রথম টেস্ট বড় ব্যবধানে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে রয়েছে। সিরিজ হার এড়াতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। শুধু তাই নয়, হোয়াইট ওয়াশের একটা শঙ্কা যে থাকছে না তা নয়।
প্রথম ম্যাচে বড় হারের পর এ ম্যাচে বাংলাদেশ দলে ফিরিয়েছে সাকিব আল হাসানকে। অন্যদিকে শ্রীলঙ্কা দলে একটা পরিবর্তন রয়েছে। সিলেট টেস্টে আট উইকেট শিকার করা রাজিথাকে পাচ্ছে না এ ম্যাচে। তার পরিবর্তে দলে এসেছেন আশিথা ফার্নান্দো।
বাংলাদেশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা: দিমুথ কারুরত্নে, নিশান মাদুসকা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, আশিথা ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।