শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম টেস্ট

প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ৩১৪
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষেও হাসি ম্লান বাংলাদেশের। টস জয়ের পর আগে ব্যাট হাতে নেমে দিন শেষে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩১৪ করেছে সফরকারী শ্রীলঙ্কা।

দিনের শুরুতেও স্বস্তি ছিল না বাংলাদেশের। মুদ্রা ভাগ্যে জয়ের দেখা পায়নি। অন্যদিকে টস জয়ের পর শ্রীলঙ্কা অধিনায়ক যে পরিকল্পনা করেছেন সতীর্থরা সে পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের ওপর রানের পাহাড় চাপানোর কাজটা তারা ঠিকই করে চলেছেন।

শ্রীলঙ্কার আউট হওয়া চার ব্যাটারের কেউ সেঞ্চুরি পাননি। তাতে অবশ্য দলের রান সমৃদ্ধ হওয়ার পথে কোনো বাধা হয়নি। কেননা সেঞ্চুরি পাননি, তবে প্রায় সেঞ্চুরি হওয়া ইনিংস দুটো রয়েছে। সে সঙ্গে একটা হাফ সেঞ্চুরি। শীর্ষ তিন ব্যাটারের কাছ থেকে এমন তিনটা ইনিংস পেয়ে শ্রীলঙ্কার অধিনায়কের মুখের হাসি ক্রমেই চওড়া হয়ে চলেছে।

প্রথম উইকেটে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৯৬ রান। নিশান মাদুশকার রান আউটের মাঝ দিয়ে প্রথম উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। মাদুশকা ৫৭ রানে আউট হন। প্রথম উইকেট শিকারের পর বাংলাদেশ যে একটু স্বস্তির হাসি হাসবে তা আর হাসতে পারেনি। কুশাল মেন্ডিস এসে আরো এক ভয়ঙ্কর জুটি গড়ে তোলেন। ১১৪ রানের পার্টনারশীপ দিমুথ কারুনারত্নে ও কুশাল মেন্ডিসের। ৮৬ রানে হাসান মাহমুদরে বলে বোল্ড হন দিমুথ। দুর্ভাগ্য কুশালের। ৯৩ রানে আউট হন তিনি। দীর্ঘদিন পর দলে ফেরা সাকিব আল হাসানের বলে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়েন তিনি।

শ্রীলঙ্কার চতুর্থ ব্যাটার হিসেবে আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ২৩ রান করেছেন। ক্রিজে আছেন দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। চান্দিমাল ৩৪ রানে ও ডি সিলভা ১৫ রানের অপরাজিত।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর