প্রিমিয়ার লিগশততম ম্যাচে বসুন্ধরা কিংসের গোল উৎসব

বাংলাদেশ ফুটবলের নতুন প্রতিষ্ঠিত শক্তি বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে দলটির শনিবার ছিল শততম ম্যাচ। মাইলফলকে পা রাখা ম্যাচটি সেভাবে স্মরণীয় করে রেখেছে দলটি। করেছে গোল উৎসব। ব্রাদার্স ইউনিয়নকে ৭-১ গোলে হারিয়েছে।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হয়েছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি। বসুন্ধরার এমফন উদোহ ও মিগুয়েল ফিরেইরা দুটো করে গোল করেন। রবসন দ্য সিলভা রবিনহো, সোহেল রানা ও সাদ উদ্দিন একটি করে গোল করেন। ব্রাদার্সের হয়ে ব্যবধান কমান এলিটা কিংসলে।
লিগের অন্য এক ম্যাচে ঢাকা আবাহনী ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ম্যাচটি। আবাহনীর হয়ে গোল করেন ওয়াশিংটন, স্টুয়ার্ট ও জোনাথন ফের্নান্দেজ। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর