শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম টেস্ট

হতাশায় কাটলো দিনের প্রথম সেশন
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন ভালো হলো না বাংলাদেশের। একরাশ হতাশা নিয়েই লাঞ্চ বিরতিতে যেতে হয়েছে বাংলাদেশকে। কোনো উইকেটই ফেলতে পারেনি সাকিব আল হাসানরা। অন্যদিকে ২৭ ওভার শেষে সফরকারী শ্রীলঙ্কা স্কোরবোর্ডে ৮৮ রান জমা করেছে।

দিনের শুরুতেও স্বস্তি ছিল না বাংলাদেশের। মুদ্রা ভাগ্যে জয়ের দেখা পায়নি। অন্যদিকে টস জয়ের পর শ্রীলঙ্কা অধিনায়ক যে পরিকল্পনা করেছেন সতীর্থরা সে পরিকল্পনা বাস্তবায়নে করে যাচ্ছেন। বিপরীতে বাংলাদেশের বোলাররা সফরকারী ব্যাটারদের ওপর তেমন কোনো চাপও তৈরি করতে পারেনি।

ওপেনার নিশান মাদুশকা এরই মধ্যে হাফ সেঞ্চুরিতে পা রেখেছেন। করেছেন ৫৫ রান। প্রথম টেস্টের উভয় ইনিংসে ব্যর্থ ছিলেন মাদুশকা। প্রথম ইনিংসে দুই এবং দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০ রান। এবার সেই ব্যর্থতা ঝেড়ে ব্যাট হাতে দু্যতি ছড়াচ্ছেন তিনি। দিমুথ কারুরত্নে ৩৩ রানে ব্যাটিং করছেন। তিনিও প্রথম ইনিংসের প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন।

এরই মধ্যে খালেদ আহমেদ, হাসান মাহমুদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম বল হাতে নিলেও এখনো দলকে সাফল্য এনে দিতে পারেননি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর