নারী ওয়ানডে সিরিজটস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামে চলছে ছেলেদের টেস্ট ম্যাচ। বাংলাদেশ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। এদিকে ঢাকায় শুরু হচ্ছে মেয়েদের টি-২০ ম্যাচ। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ আজ। দুপুর ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস জয়ের পর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে বাংলাদেশ ওয়ানডে সিরিজ শেষ করেছে। সে সিরিজের ফল বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক নয়। তিন ম্যাচের সিরিজের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। আজ শুরু হওয়া টি-২০ সিরিজ দিয়ে সেই অস্বস্তি ঝেড়ে ফেলার লড়াই শুরু হচ্ছে। দুই দলের শক্তির ব্যবধান বড় হলেও টি-২০ খেলা বলেই একটা সম্ভাবনা থাকছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর