শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

নারী টি-২০ সিরিজ

বাংলাদেশকে ১০ উইকেটে হারালো অস্ট্রেলিয়া
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ৩১ মার্চ, ২০২৪

অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে লজ্জায় শুরু হলো টি-২০ সিরিজ। আজ মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-২০ ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান ১২৬ করলেও লজ্জা এড়াতে পারেনি। মাত্র ১৩ওভারে অস্ট্রেলিয়া বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহকে টপকে যায়।

টস জয়ের পর ব্যাট হাতে নামা বাংলাদেশের শুরুটা ছিল আতঙ্কের। স্কোর বোর্ডে দুই রান হতেই দুই উইকেট নাই হয়ে যায়। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শক্ত হাতে দলের হাল ধরেন। তার সঙ্গে ছিলেন ওপেনার মুরশিদা খাতুন ও ফাহিমা খাতুন। তৃতীয় উইকেটে মুরশিদা খাতুনের সঙ্গে ৫৭ রানের পার্টনারশিপ জ্যোতির। আর চতুর্থ উইকেটে ফাহিমার সঙ্গে ৬০ রানের।

মুরশিদা ২০ রান করেন। আর ফাহিমা করেছিলেন ২৭ রান। জ্যোতির সংগ্রহ ছিল ৬৪ বলে ৬৩ রান। সাতটি বাউন্ডারিতে এই রান সংগ্রহ ছিল তার। এই তিনজনের চমৎকার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০তে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

জবাবে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে নূন্যতম দুঃশ্চিন্তা করতে হয়নি। অ্যালিসা হিলি ও বেথ মুনি ওপেনিং জুটিই দলকে জয় এনে দেন। হিলি ৬৫ রানে অপরাজিত থাকেন। ৪২ বলে এই রান করতে তিনি নয়টি বাউন্ডারির পাশাপাশি একটি ওভার বাউন্ডারি দিয়ে ইনিংসটি সাজান। অন্যদিকে ৫৫ রানে অপরাজিত মুনি। তিনি ৩৬ বলে এই রান করেন। তার ইনিংসেও নয়টি বাউন্ডারি ছিল।

বাংলাদেশের অধিনায়ক সাত বোলার ব্যবহার করেও অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে আউট করতে পারেননি। এর ফলে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-২০তে বড় হারে যাত্রা শুরু হলো বাংলাদেশের।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর