চট্টগ্রাম টেস্টসেই দুই ব্যাটার এখন ক্রিজে

চট্টগ্রাম টেস্ট ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সফরকারী দলের অধিনায়কের পরিকল্পনা ভালোভাবেই বাস্তবায়ন করে চলেছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। রান সমৃদ্ধ করে চলেছেন তারা। গতদিনের অপরাজিত দুই ব্যাটার দ্বিতীয় দিনের শুরুটা দারুণ করেছেন। দেখে শুনে উভয় ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন। তবে হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি দিনেশ চান্দিমল। সাকিব আল হাসানের বলে লিটন দাসের হাতে ধরা পড়ে ক্রিজে ছেড়েছেন তিনি। করেছেন ৫৯ রান।
লম্বা বিরতির পর এ টেস্টে ফিরেছেন সাকিব আল হাসান। এটা তার দ্বিতীয় উইকেট। আগের দিন কুশাল মেন্ডিসের উইকেট পেয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার হারানো অন্য তিন উইকেটের দুটো নিয়েছেন হাসান মাহমুদ। অন্যটি রান আউট।
অধিনায়ক ধনাঞ্জনা ডি সিলভা এখন কামিন্দু মেন্ডিসকে সঙ্গী করে ব্যাট করছেন। প্রথম টেস্টে এই দুই ব্যাটার বাংলাদেশকে নাস্তানাবুদ করেছিল। উভয় ব্যাটার উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। ডি সিলভা ৬৩ রানে ব্যাট করছেন। কামিন্দু মেন্ডিস ১৪ রানে। শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা করেছ ৪০১ রান।
শ্রীলঙ্কার আউট হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে ব্যতিক্রম অ্যাঞ্জেলো ম্যাথুজ। শুধু তিনিই হাফ সেঞ্চুরির দেখা পাননি। বাকি চারজন নিশান মাদুশকা (৫৭), দিমুথ কারুনারত্নে (৮৬), কুশাল মেন্ডিস (৯৩) ও দিনেশ চান্দিমাল ৫৯ রান করেন।