শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

চট্টগ্রাম টেস্ট

উইকেট শিকারের উৎসব করেও হতাশা
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ১ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ শিবিরে আফসোসের শব্দটা ক্রমেই জোরালো হচ্ছে। তাহলে প্রথম ইনিংসের বোলিং ও ব্যাটিং ব্যর্থতাই কি বাংলাদেশের সব সম্ভাবনা শেষ করে দিয়েছে- এমনটা চিন্তাভাবনা করা এখন দোষের নয়। দ্বিতীয় ইনিংসে বোলারদের সাফল্য এই আফসোস বাড়িয়ে দিয়েছে। আজ শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫ ওভারের মধ্যে ৬ ব্যাটারকে তুলে নিয়েছে বাংলাদেশের দুই পেসার। রান মাত্র ১০২। কিন্তু প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিশাল রান আর বাংলাদেশের ব্যর্থতা তৃতীয় দিন শেষেও বাংলাদেশকে অনেক পিছিয়ে রেখেছে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৩১ ও বাংলাদেশ ১৭৮ রান করায় শ্রীলঙ্কা এখন ৪৫৫ রানে এগিয়ে রয়েছে।

বাংলাদেশকে ফলো অন করানোর সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনে। কিন্তু সফরকারী দল সে সুযোগ নেয়নি। বরং নিজেরাই মাঠে নেমে পড়ে। মাঠে নেমেই তারা বাংলাদেশের পেসারদের তোপে পড়ে। একে একে উইকেট খোঁয়াতে থাকে তারা।

শ্রীলঙ্কার শীর্ষ ব্যাটাররা প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের নিয়ে খেলেছিল। এবার ঘটেছে বিপরীত ঘটনা। সফরকারী ব্যাটারদের নিয়ে খেলেছে স্বাগতিক বোলাররা। যার ফলে কোনো হাফ সেঞ্চুরি তো দূরের কথা কোনো ভালো জুটিও তারা গড়তে পারেনি। সর্বোচ্চ জুটি ৪৫ রানের। তৃতীয় উইকেটে এটা গড়েছেন নিশান মাদুশকা ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। এই দুই ব্যাটারই শুধু ব্যক্তিগত রানকে দুই অংকে নিতে সমর্থ হয়েছেন। মাদুশকা অবশ্য আউট হয়েছেন ৩৪ রানে। আর ম্যাথুজ ৩৯ রানে অপরাজিত। এছাড়া আউট হয়েছেন কারুনারত্নে (৪), কুশাল মেন্ডিস (২), দিনেশ চান্দিমাল (৯), ধনঞ্জয়া ডি সিলভা (১) ও কামিন্দু মেন্ডিস (৯)। ম্যাথুজের সঙ্গে ক্রিজে আছেন প্রভাত জয়াসুরিয়া (৩)।

বাংলাদেশের হয়ে উইকেট শিকারের উৎসব করেছেন হাসান মাহমুদ। ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ২ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর