চট্টগ্রাম টেস্টব্যাটাররা আসছেন আর ফিরছেন

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের বোলাররা। সে সুযোগ সফরকারী শ্রীলঙ্কা দল রানের পাহাড়ে চড়েছে। ব্যাট হাতে নামার পর বোলারদের সঙ্গী চলেছেন ব্যাটাররা। তারাও চরম ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছেন। যার ফলে ফনো অনের শঙ্কায় বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫৩১ রানের জবাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করেছে।
আগের দিনের শেষ ভাগ ও আজ তৃতীয় দিনের শুরুতে ব্যাট হাতে একটু সৌরভ ছড়িয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। আর তাতে করে একটু হলেও আশার আলো দেখতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সকালে এক ঝড়ে সব লণ্ডভন্ড হয়ে যায়। সে ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। এমনকি অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসানও সেই ঝড় থামাতে পারেননি। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে সাকিব বল হাতে সাফল্য পেলেও ব্যাট হাতে হতাশ করেছেন। মাত্র ১৫ রানে আউট হয়েছেন তিনি।
সাকিবের আগে পরে একইভাবে আউট হয়েছেন ব্যাটাররা। ব্যতিক্রম শুধু ওপেনার জাকির হাসান। ৫৪ রান করেছেন। এছাড়া সব ব্যাটারই এসেছেন আর ফিরেছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১), লিটন দাস (৪), শাহাদাত হোসেন (৮)। ব্যাট করছেন মমিনুল হক ১৮। তার সঙ্গে আছেন মেহেদি হাসান মিরাজ।
শ্রীলঙ্কার বোলারদের কমবেশি সবাই আতঙ্ক ছড়িয়েছেন। তবে সফল ছিলেন বিশ্ব ফার্নান্ডো, অশিথা ফার্নান্ডো, লাহিরু কুমারা। তিনজনই দুটো করে উইকেট নিয়েছেন। প্রভাত জয়সুরিয়ার শিকার এক উইকেট।