শিরোপার আরো কাছে পিএসজি

ফ্রেঞ্চ লিগে শিরোপার সুবাস পেতে শুরু করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে মার্শেইকে ২-০ গোলে হারিয়ে তারা শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে। ভিতিনহা ও গনকালো রামোস দ্বিতীয়ার্ধে গোল দুটো করেন। তবে একটা লজ্জাও যোগ হয়েছে পিএসজির ভান্ডারে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দশ জন নিয়ে খেলা শেষ করতে হয় তাদের। লুকাস বেরালডো ৪০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন।
মার্শেই সফরকারী দল পিএসজির জন্য ম্যাচটা বেশ জটিল করে তুলেছিল। কিলিয়ান এমবাপ্পেকে তো তারা বোতলবন্দী করে রেখেছিল। ফলে প্রথমার্ধে কোনো সুবিধাই করতে পারেনি পিএসজি। এর মাঝে বিরতির পাঁচ মিনিট আগে লুকাস বেরালদো লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন। তার এই বহিস্কার পিএসজির জন্য দুঃশ্চিন্তার হয়ে দাঁড়িয়েছিল। তবে বিরতির পরপরই ভিতিনহা সব দুঃশ্চিন্তা দূর করেন। ওসমানে দেম্বেলের সঙ্গে ওয়ান টু টাচ খেলে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন তিনি।
ছয় মিনিট পর মার্শেই গোল করে সমতা এনেছে এমনটা ভেবে উল্লাসে মেতেছিল। কিন্তু অফসাইডের কারণে তাদের গোল বাতিল করা হয়। ম্যাচের শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে এমবাপ্পের পরিবর্তে মাঠে নামা গনকালো রামোস গোল করে দলের জয় নিশ্চিত করেন।
পিএসজি পরবর্তী ম্যাচে স্তাদে রেনের মুখোমুখি হবে। ফ্রেঞ্চ কাপের সেমিফাইনাল এটি। আগামী বুধবার এ ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার লিলের বিপক্ষে লিগ ম্যাচে মাঠে নামবে তারা।