চট্টগ্রাম টেস্টহঠাৎ ঝড়ে এলোমেলো বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৫৩১ রানে থামার পর একটা আতঙ্ক যে তৈরি হয়নি তা নয়। তবে বাংলাদেশের ইনিংসের শুরুর ব্যাটিং সেই আতঙ্ক ধীরে ধীরে দূর হচ্ছিল। বিশেষ করে জাকির হাসানের ব্যাটিং বাংলাদেশের সমর্থকদের মনে আশা জাগাচ্ছিল। এক উইকেট হারিয়ে দল প্রায় শতরান ছুঁয়ে ফেলেছিল। কিন্তু এক ঝটকায় সেই আশা দুরাশায় পরিণত হয়েছে। আবার সেই আতঙ্ক জাপটে ধরেছে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্বল্প সময়ের এক ঝড়ে তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সব মিলিয়ে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১১৫ রান। ফলো অন এড়াতে বাংলাদেশকে এখনো বিশাল পথ পাড়ি দিতে হবে।
আগের দিনের ১ উইকেটে ৫৫ রান নিয়ে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। দিনের শুরুটা ছিল বেশ উৎসাহব্যঞ্জক। জাকির হাসানের সঙ্গে থাকা নাইট ওয়াচম্যান তাইজুল ইসলাম ভালোভাবেই সফরকারী বোলারদের সামাল দিচ্ছিলেন। কিন্তু এক ঝটকায় জাকির হাসান, তাইজুল ইসলাম ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত আউট হয়ে যান। মাত্র ৯ রানের ব্যবধানে এই তিন উইকেট হারায় বাংলাদেশ।
লাঞ্চ বিরতির কিছু সময় আগে বিশ্ব ফার্নান্ডোর বলে বোল্ড হন জাকির হাসান। ১০৪ বলে তিনি ৫৪ রান করেছেন। এসেই ফিরে গেছেন অধিনায়ক শান্ত। ১১ বলে মাত্র ১ রান করেছেন। শান্ত ফিরে যাওয়ার পরের ওভারে আবার আঘাত হানেন বিশ্ব ফার্নান্ডো। এবার তার শিকার তাইজুল। তিনিও বোল্ড হয়েছেন।
ক্রিজে নতুন তবে অভিজ্ঞতায় সমৃদ্ধ মমিনুল হক ও সাকিব আল হাসান বর্তমানে ইনিংসে মেরামতের কাজ করছেন। মমিনুল ২ রানে ও সাকিব ৬ রানে ব্যাট করছেন।