শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

ঘরোয়া ক্রিকেটে আবাহনী-মোহামেডান লড়াই আজ

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

আবাহনী-মোহামেডন নাম শুনলেই এক সময় তরুণদের মনে উত্তেজনা ছড়িয়ে পড়তো। সে সময়টা হয়তো এখন আর নেই। তবে আবাহনী-মোহামেডান মাঠের লড়াইয়ে ঠিকই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ ঘরোয়া ক্রিকেটে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ফতুল্লা স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আগে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, আমরা ৫ বর ধরেই মোহামেডানের চেয়ে ভালো দল গড়ি। এ কারণেই হয়তো জয় পাই। এবার তারা ভালো দল গড়েছে। ইমরুল কায়েস-মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটার রয়েছে। ওদেরও ম্যাচ উইনার ক্রিকেটার রয়েছে।

অতীতের কথা স্মরণে করে সুজন বলেন, আবাহনী-মোহামেডান মানেই বড় ম্যাচ। সেই উত্তেজনা এখন আর সেভাবে নেই। আশির দশক বা নব্বইয়ের দশকে আমাদের খেলার সময় ছিল যেমনটা ছিল তেমনটা এখন আর নেই। মাঠ দর্শকে পূর্ণ থাকতো, খেলার আগেই ম্যাচ নিয়ে জল্পনা কল্পনা হতো। তারপরও আমি মনে করি আবাহনী-মোহামেডান সবচেয়ে বড় ম্যাচ। বর্তমানে পয়েন্ট টেবিলে মোহামেডানই আমাদের সবচেয়ে কাছে রয়েছে।’

নিজের দল সম্পর্কে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, আমি বিশ্বাস করি আমার দল খুব ভালো অবস্থায় রয়েছে। তারা অনেক ভালো খেলেছে। আমরা আশা করি নিজেদের সেরা খেলাটা খেলতে পারবো। ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জয় পাবে। আমরা কেমন দল তা এখন মাঠে আমাদের প্রমাণ করতে হবে।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর