শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

নারী ক্রিকেট

তৃষ্ণার হ্যাটট্রিকের দিনেও বড় ব্যবধান হার বাংলাদেশের
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

সফররত অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৫৮ রানে জয় পেয়েছে। ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিক সত্ত্বেও আগে ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬১ রান করেছিল। জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ১০৩ রান করতে সমর্থ হয়।

এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো। সফরকারী দল প্রথম ম্যাচে ১০ উইকেটে বিশাল ব্যবধানে হেরেছিল।

ফারিহা তৃষ্ণা হ্যাটট্রিক করেও দলকে জয় এনে দিতে পারলেন না। হাসি মুখে মাঠ ছাড়তে পারলেন না। অবশ্য অস্ট্রেলিয়ার জয় বা বাংলাদেশের হার প্রথম ইনিংস শেষেই অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। কেননা প্রথমে ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়া শেরে ই বাংলা স্টেডিয়ামে নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান স্কোর বোর্ডে জমা করেছিল। আগের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ১৪০। ২০১৪ সালের বিশ্বকাপে এই অস্ট্রেলিয়াই এটা করেছিল। সেই রেকর্ড পূর্তির ১০ বছরে নিজেদের রেকর্ড অস্ট্রেলিয়া নিজেরাই ভেঙ্গেছে।

টস জয়ের পর এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। সাধারণত নিজে ওপেনার হলেও আজ ইনিংসের গোড়াপত্তন করেননি তিনি। যদিও ব্যাট হাতে নেমে শুরুতেই একটা ধাক্কা হজম করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে তবে দারুণভাবে সে ধাক্কা সামাল দিয়েছিলেন গ্রেস হ্যারিস ও জর্জিয়া ওয়ারহ্যাম। ১৫ রানে প্রথম উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া তাদের ব্যাটিং দাপটে দ্বিতীয় উইকেটে জুটিতে ৮৯ রান জড়ো করে। হ্যারিস ৪৭ রান করেন, ওয়ারহ্যামের সংগ্রহ ছিল ৫৭।

ফারিহা তৃষ্ণা ছিলেন সফল বোলার। হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন দুটো করে উইকেট নেন।

জবাবে ব্যাট হাতে নেমে উড়ন্ন সূচনা এনে দেন দিলারা আক্তার। একের পর এক বলকে সীমানার বাইরে পার করতে থাকেন। দুই ওভারে স্কোর বোর্ডে ২২ রান জমা হয়। ৩ ওভারে ২৭। এই ধারাবাহিকতা অবশ্য সতীর্থরা ধরে রাখতে পারেননি। দিলারা রান বাড়িয়ে চলেছিলেন, অন্যদিকে সতীর্থরা বাড়াচ্ছিলেন উইকেট পতনের সংখ্যা।

বাংলাদেশ ইনিংসে এ ম্যাচে কোনো ব্যাটার খালি হাতে ফেরেননি। সবাই কিছু না কিছু রান পেয়েছেন। সবচেয়ে বেশি রান এসেছে দিলারা আক্তারের ব্যাট থেকে ২৫ বলে ২৭ রান করেন। এছাড়া মিডল অর্ডারের দুই ব্যাটার ফাহিমা খাতুন ১৫ ও স্বর্ণা আক্তার ২১ রান করেন। রাবেয়া খান ১৪ রানে অপরাজিত থাকেন। অন্য কোনো ব্যাটার এক অঙ্কের রানের মায়া ছাড়তে পারেননি।

অ্যাসলেই গার্ডনার ও সোফিয়া মোলিনিউ তিনটি করে উইকেট পান।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর