নারী ক্রিকেটতৃষ্ণার হ্যাটট্রিক, অস্ট্রেলিয়ার রেকর্ড সংগ্রহ

নারী ক্রিকেটে টি-টোয়েন্টিতে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে রানের রেকর্ড গড়েছে সফরকারী অস্ট্রেলিয়ার নারীরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৬১ রান করেছে। শের ই বাংলা স্টেডিয়ামে নারীদের টি-২০ ক্রিকেটে এটাই সর্বোচ্চ স্কোর। এর আগের সর্বোচ্চ দলীয় স্কোর ছিল ১৪০। ২০১৪ সালের বিশ্বকাপে এই অস্ট্রেলিয়াই এটা করেছিল। সেই রেকর্ড পূর্তির ১০ বছরে নিজেদের রেকর্ড অস্ট্রেলিয়া নিজেরাই ভেঙ্গেছে।
মিরপুরের দর্শকেরা এদিন আরো এক কীর্তির সাক্ষী হয়েছে। বাংলাদেশের পেসার ফারিহা তৃষ্ণা হ্যাটট্রিক করেছেন। ইনিংসের শেষ তিন বলে তিনি এলিস পেরি, সোফি মলিনিউ ও বেথ মুনিরকে আউট করে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।
টস জয়ের পর এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। সাধারণত নিজে ওপেনার হলেও আজ ইনিংসের গোড়াপত্তন করেননি তিনি। যদিও ব্যাট হাতে নেমে শুরুতেই একটা ধাক্কা হজম করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে তবে দারুণভাবে সে ধাক্কা সামাল দিয়েছিলেন গ্রেস হ্যারিস ও জর্জিয়া ওয়ারহ্যাম। ১৫ রানে প্রথম উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া তাদের ব্যাটিং দাপটে দ্বিতীয় উইকেটে জুটিতে ৮৯ রান জড়ো করে। হ্যারিস ৪৭ রান করেন, ওয়ারহ্যামের সংগ্রহ ছিল ৫৭।
ফারিহা তৃষ্ণা ছিলেন সফল বোলার। হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন দুটো করে উইকেট নেন।