শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট

মোহামেডানকে উড়িয়ে আবাহনীর সহজ জয়
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী দল আবাহনী ও মোহামেডান। ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানকে উড়িয়ে দিয়ে দারুণ এক জয় পেয়েছে আবাহনী। ৮ উইকেটে জয় আবাহনীর। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে হারিয়ে মোহামেডানের করা ১৯০ রান আবাহনী মাত্র ২ উইকেট হারিয়ে টপকে যায়।

সকালে টস জয়ের পর আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন প্রতিপক্ষ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। সতীর্থ বোলারদের ওপর যে আস্থা তিনি রেখেছিলেন তারা তারা যোগ্য প্রতিদান দিয়েছেন। একের পর এক উইকেট তুলে নিয়ে মোহামেডানের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবরা।

মোহামেডানের টপ অর্ডার ব্যাটাররা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ফলে স্কোর বোর্ডে ৫৭ রান উঠতেই ৫ উইকেট নাই হয়ে যায় তাদের। এর মাঝে মাহমুদউল্লাহ, আরিফুল হক, আবু হায়দার দৃঢ়তা দেখিয়েছেন। তাই তো মোহামেডানের রান শতরান পার হয়ে দুইশতের কাছে পৌঁছায়। মাহমুদউল্লহ ৫৪ রান করেন। আরিফুল হকের সংগ্রহ ৩৩ রান, আর আবু হায়দার করেন ২২ রান।

আবাহনীর তানজীম ছিলেন সফল বোলার। ৩ উইকেট নেন তিনি। তাসকিনের শিকার ২ উইকেট।

জবাবে আবাহনীকে তেমন কোনো দুঃশ্চিন্তায় পড়তে হয়নি। মোহাম্মদ নাইম ও জাকের আলীর চমৎকার ব্যাটিং আবাহনীকে সহজ জয় এনে দেয়। নাইম ৬৩ রান করেন। জাকের আলী ৭৮ রানে অপরাজিত। দ্বিতীয় উইকেটে তারা ১০৬ রান জড়ো করেন। দলের জয়ে আফিফ হোসেনের অবদান কম নয়। ৩৮ বলে ৩৯ রান করেন তিনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর