শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

চট্টগ্রাম টেস্ট

ষষ্ঠ উইকেট হারালো বাংলাদেশ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে এখনো তিনটি পথই খোলা রয়েছে। জয়, ড্র ও হার। প্রথমটি সবচেয়ে কঠিন। কেননা চতুর্থ ইনিংসে তাহলে রেকর্ড ৫১১ রান করতে হবে। ড্র করাও কম কঠিন নয়। পঞ্চম দিনের পুরোটা সময়ে ব্যাটিং করতে হবে। আর সবচেয়ে সহজ হচ্ছে হেরে যাওয়া।

শেষটার সম্ভাবনা ক্রমেই বেড়ে চলেছে। ৫১১ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে বাংলাদেশ এরই মধ্যে ষষ্ঠ উইকেট হারিয়েছে। তবে আশাব্যঞ্জক রান করেছে। এরই মধ্যে দুইশ রানের মাইল ফলক পার হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে এই প্রথমবারের মতো বাংলাদেশের ব্যাটাররা দলীয় সংগ্রহকে দুইশতে নিতে সমর্থ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৭ ওভার শেষে ২১৬/৬। দিনের আরো ১০ ওভার খেলা বাকি। জয় পেতে বাংলাদেশকে আরো ২৯৫ রান করতে হবে।

৫১১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বাংলাদেশের কোনো ব্যাটার যে আহামরি ইনিংস খেলে চলেছেন তা নয়। তবে এবার সব ব্যাটারই কম বেশি রান পাচ্ছেন। মমিনুল হক্ এরই মধ্যে হাফ সেঞ্চুরি করেছেন। সাকিব আল হাসান হাফ সেঞ্চুরি পাননি, তবে ৩৬ রান করেছেন। একই অবস্থা লিটন দাসের। তিনি ৩৮ রানে আউট হয়েছেন।

ওপেনাররাও এ ইনিংসে বেশ কিছু রানের দেখা পেয়েছেন। যার ফলে এবার বল হাতে নিয়েই উইকেটের দেখা পাননি শ্রীলঙ্কার বোলাররা। বরং উইকেট শিকারের জন্য তাদেরকে যথেষ্ঠ কাঠখড় পোড়াতে হয়েছে। মাহমুদুল হাসান জয় ২৪ রান করেন। জাকির হাসান করেছেন ১৯ রান। অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবার ২০ রানের ইনিংস খেলেছেন।

 

 

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর