চট্টগ্রাম টেস্টহার চোখ রাঙাচ্ছে বাংলাদেশের সামনে

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে বল হাতে যেমন সৌরভ ছড়িয়েছে বাংলাদেশ তেমনি ব্যাট হাতেও। তারপরও বাংলাদেশের সামনে হার উঁকি দিয়ে চলেছে। জয়ের সম্ভাবনা যে নেই তা বলা যাবে না। তবে সে জন্য কঠিন পথ পাড়ি দিতে হবে। আর এই পথ পাড়ি দিতে যে সৈন্য সামন্ত দরকার তা এখন আর অবশিষ্ট নেই। ৫১১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে জয়ের জন্য বাংলাদেশের এখন দরকার ২৪৩ রান। কিন্তু হাতে আছে মাত্র ৩ উইকেটে। তবে তারা কেউ সামনের সারির নন।
ক্রিজে আছেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ ৪৪ রানে অপরাজিত। আর তাইজুলের সংগ্রহ ১০ রান। জয়ের লক্ষ্যমাত্রা ৫১১, যা নিঃসন্দেহে বিশাল এবং কঠিন। এই কঠিন পথে পরিক্রমায় বাংলাদেশের সব ব্যাটারই কম বেশি ভালো করেছে। কোনো ব্যাটার অতি উঁচু মানের কোনো রান উপহার দিতে পারেননি ঠিকই, তবে কম বেশি সবাই রান করেছেন।
ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মমিনুল হক। ঠিক ৫০ রান সংগ্রহ তার। সাকিব আল হাসান ও লিটন দাস ভালো একটা কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছেন তারা। তাদের জুটি আরো একটু ভালো জমলে ম্যাচটাও জমে উঠতো। কিন্তু দুইজনই উইকেটে সেট হওয়ার পরও ব্যক্তিগত ইনিংস সমৃদ্ধ করতে পারেননি। লিটন দাস ৩৮ রানে ও সাকিব আল হাসান ৩৬ রানে আউট হয়েছেন।
চতুর্থ দিনেই সফরকারী শ্রীলঙ্কা তাদের কাজটা সেরে ফেলতেই পারতো। কিন্তু তাদের সামনে চীনের পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার পথে রয়েছেন তিনি। ৪৪ রান তার সংগ্রহে। তার এই ব্যাটিং শ্রীলঙ্কার বোলারদের হতাশা বাড়িয়েই চলেছে। খেলার শেষ দিনে মেহেদি সেই হতাশাটা আর কতটুকু টেনে নিতে পারেন তার ওপরই নির্ভর করছে এই টেস্টের ভাগ্য।