চট্টগ্রাম টেস্টবাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা ৫১১ রানের

জয়ের জন্য বাংলাদেশের সামনে ৫১১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৩৫৩ রানে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে এই বিশাল লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫৩১ রান করেছিল। জবাবে বাংলাদেশ ১৭৮ রানে অল আউট হয়েছিল।
আগের দিন ৬ উইকেটে ১০২ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ দিনের শুরুতে তারা অ্যাঞ্জেলো ম্যাথুজকে হারায়। ৫৬ রান করেন তিনি। ৭৪ বলে এই রান করতে পাঁচটি বাউন্ডারিতে সাজিয়েছিলেন তিনি এই ইনিংসটি। অ্যাঞ্জেলো ম্যাথুজের উইকেট হারানোর পরও সফরকারী দল আরো ৪.৪ ওভার বোলিং মোকাবেলা করেছে। এতেই তাদের পরিকল্পনাও সফল হয়েছে। বাংলাদেশের সামনে পাঁচ শতাধিক রানের যে লক্ষ্যমাত্রা দাঁড় করাতে চেয়েছিল তার বাস্তবায়ন করতে পেরেছে।
অ্যাঞ্জেলো ম্যাথুজের উইকেটটি দখল করেন সাকিব আল হাসান। এই ইনিংসে এটিই সাকিবের একমাত্র উইকেট। প্রথম ইনিংসের তিন উইকেটসহ মোট চার উইকেট শিকার করেছেন দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা দেশসেরা এই অলরাউন্ডার।
হাসান মাহমুদ এই ইনিংসে ছিলেন সফল বোলার। ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া অপর পেসার খালেদ আহমেদের শিকার সংখ্যা দুই। খালেদ আহমেদ প্রথম ইনিংসে পেয়েছিলেন এক উইকেট। আর হাসান মাহমুদুরের শিকার ছিল দুই উইকেট।