ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার খেলা বুধবার দুপুর হতে বাংলাদেশ দাবা ফেডারেশনে ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। একজন আন্তর্জাতিক মাস্টার, ৫ জন ফিদে মাস্টার, ২জন মহিলা ফিদে মাস্টার, ৯ জন ক্যান্ডিডেট মাস্টার ও ৩ জন মহিলা ফিদে মাস্টারসহ মোট ১০০ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।
প্রথম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, অনত চৌধুরী, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষসহ ৪৬ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন। ৬ দিন ব্যাপি ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতার বিজয়ীদের নগদ এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। বৃহস্পতিবার দুপুর দুইটা হতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।