পাকিস্তান সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

পাকিস্তান সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। এই সিরিজের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সিরিজে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল।
প্রায় এক বছর দলের বাইরে ছিলেন ব্রেসওয়েল। দলে এসেই নেতৃত্ব দেবেন তিনি। ইনজুরির কারণে এই সময় দলের বাইরে ছিলেন ব্রেসওয়েল। দলে একাধিক নতুন খেলোয়াড় রয়েছে। মূলত আইপিএল খেলার জন্য ব্যস্ত থাকায় একাধিক নিয়মিত খেলোয়াড় এই সফরে দলে থাকছেন না। তারা হলেন- ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্র, মিচেল স্যান্টনার ও কেন উইলিয়ামসন।
এছাড়া দলে নেই উইং ইয়াং। নটিংহামশায়ারের ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন তিনি। এছাড়া দ্বিতীয় সন্তানের জম্মদিন পালনের জন্য এ সিরিজে থাকছেন না টম লাথাম।
আগামী ১৪ এপ্রিল পাকিস্তানে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৮, ২০, ২১, ২৫ ও ২৭ এপ্রিল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম তিন ম্যাচের ভেনু্য রাওয়ালপিণ্ডি। পরের দুই ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রকে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি।