শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

ইতালিয়ান কাপ

ফাইনালের পথে জুভেন্টাস
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

ইতালিয়ান কাপের ফাইনালে পৌঁছানোর পথে এক ধাপ এগিয়ে থাকলো জুভেন্টাস। মঙ্গলবার রাতে প্রথম লেগে নিজেদের মাঠের খেলায় তারা ল্যাজিওকে ২-০ গোলে হারিয়েছে। ফেডেরিকো চিয়েসা ও ডুসান ভ্লাহোভিচ গোল দুটো করেন। আগামী ২৩ এপ্রিল রোমে ফিরতি লেগের খেলা হবে।

জুভেন্টাস ইতালি লিগের সবচেয়ে সফল দল। এ পর্যন্ত ২১ বার তারা ফাইনালে খেলেছে। এর মধ্যে ১৪বার তারা শিরোপা জয় করেছে।

এ জয়ের ফলে একটা প্রতিশোধ নেওয়ার মিশন শেষ করেছেন জুভেন্টাস। গত শনিবার ঘরোয়া লিগে ল্যাজিওর কাছে হেরে গিয়েছিল তারা। তিনদিনের মধ্যে সেই হারের প্রতিশোধ নিল ইতালিয়ান কাপের সর্বাধিকবার চ্যাম্পিয়নরা।

জুভেন্টাস দুটো গোলই পায় দ্বিতীয়ার্ধে। সফরকারী দল প্রথমার্ধটা তাদের জন্য কঠিন করে তুলেছিল। প্রথমার্ধেই গোল পেতে পারতো জুভেন্টাস। কিন্তু দুর্ভাগ্য তাদের। ফাউলের কারণে ম্যাচের প্রায় শুরুতেই পেনাল্টি পেয়েছিল তারা। রেফারি পেনাল্টির নির্দেশনাও দিয়েছিলেন। কিন্তু ভিএআর পরীক্ষার পর রেফারি তার সিদ্ধান্ত থেকে ফিরে আসেন।

এ জয়ের মাঝ ইতালিয়ান কাপে ঘরের মাঠে অপরাজিত থাকার কীর্তি ধরে রাখলো জুভেন্টাস। এই টুর্নামেন্টে ঘরের মাঠে গত ২৩ ম্যাচ অপরাজিত তারা। সর্বশেষ তারা হেরেছে ২০১৫ সালে। মার্চ মাসে অনুষ্ঠিত ম্যাচে তারা ফিওরেন্তিনার কাছে ০-২ গোলে হেরেছিল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর