শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

সিরিজ হারের পর বাংলাদেশের অধিনায়ক যা বললেন

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

সিলেটের পর চট্টগ্রাম টেস্টেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৯২ রানে চট্টগ্রাম টেস্টে হার বাংলাদেশের। ব্যাটিং ও বোলিং উভয় ডিপার্টমেন্টে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ৫৩১ ও ১৫৭/৭ রানের জবাবে বাংলাদেশ ১৭৮ ও ৩১৮ রান করেছে।

ম্যাচ শেষে সাক্ষাতকারে বাংলাদেশের অধিনায়ক নাজুমল হোসেন শান্ত হারের কারণ সম্পর্কে বলেন, আমরা ভালো খেলিনি। বোলাররা উইকেটে নিজেদের সামার্থ্যের প্রমাণ দিলেও ব্যাটাররা ছিল ব্যর্থ। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। সবাই ক্রিজে সেট হয়েছে কিন্তু রানকে বড় করতে পােরেনি। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চিত করতে হবে যারা উইকেটে সেট হচ্ছেন তারা যেন ইনিংসকে বড় করতে পারেন।

প্রথম শ্রেণীর ক্রিকেট বেশি করে খেলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমাদের যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তবে আমরা যদি আরো বেশ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে তাহলে তা আমাদের কাজে আসবে।

নতুন পেসার হাসান মাহমুদের প্রশংসা করে বাংলাদেশের অধিনায়ক বলেন, প্রথম ম্যাচে যেভাবে এসে বোলিং করেছে তা প্রশংসার যোগ্য। সে সত্যিই ভালো বোলিং করেছে। সাকিব ভাই যেভাবে ব্যাটিং ও বোলিং করেছেন, মিরাজ যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছ তাতে কিছুটা ইতিবাচক দিক রয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর