রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি-ম্যানইউ সাত গোলের ম্যাচে পালমারের হ্যাটট্রিক
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

ফুটবল ভক্তদের জন্য কাঙ্খিত এক ম্যাচ হতে পারতো। টানটান উত্তেজনা দর্শকদের দাঁড়িয়ে যাওয়ার মতো লড়াই হতে পারতো। বৃহষ্পতিবার রাতে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড লড়াইয়ে দ্বিতীয়টি হয়তো হয়েছে কিন্তু প্রথমটির এখন আর দেখা পাওয়া যায় না। কেননা দল দুটো মাঠের পারফরম্যান্স এবং পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তেমনটা ইঙ্গিত দেয়না। বৃহষ্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানটান উত্তেজনার সাত গোলের ম্যাচে চেলসি নিজেদের মাঠে ম্যানইউকে ৪-৩ গোলে হারিয়েছে।

চেলসির এ জয়ের ফলে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে খুব যে উলোট পালোট হয়েছে তা নয়। পয়েন্ট টেবিলে এ ম্যাচের ফল তেমন কোনো প্রভাবই ফেলেনি। জয়ের ফলে ২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি এখনো শীর্ষ দশের বাইরে। আর ম্যানইউ ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচের বাইরে। চেলসি একাদশতম স্থানে ও ম্যানইউ ষষ্ঠ স্থানে।

সাত গোলের ম্যাচে চেলসির জয় ছিল নাটকীয়। যদিও ম্যাচে তারা আগে গোল করেছে, তবে ইনজুরি সময়ের নবম মিনিট পর্যন্তও তারা ২-৩ গোলে পিছিয়ে ছিল। কিন্তু ইনজুরি সময়ের দশম ও একাদশ মিনিটে কোল পালমার জোড়া গোল চেলসিকে জয় এনে দেন। সে সঙ্গে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

এর আগে চেলসি খেলার অর্ধ ঘন্টা পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। কনোর গ্যালাঘের চতুর্থ মিনিটে এবং পালমার ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক দলকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু পাঁচ মিনিটের ব্যবধানে আলেহান্দ্রো গারনাচো ও ব্রুনো ফার্নান্দেসের গোলে ম্যানইউ শুধু সমতা আনে তা নয়, ৬৭ মিনিটে গারনাচোর দ্বিতীয় গোল ম্যানইউকে এগিয়ে দেয়। একই সঙ্গে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে। ম্যানইউএর জয়োৎসব তখন খেলার শেষ বাঁশির জন্য অপেক্ষা। ইনজুরি সময়ের খেলা এরই মধ্যে একে একে এক, দুই, তিন মিনিট করে ৯ মিনিট পার হয়েছে। খেলায় ম্যানইউ এগিয়ে। ঠিক তখনই পালমারের এক ঝড়। দুই মিনিটে দুই গোল করে চেলসিকে জয় এনে দেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর