শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

শিরোপার আরো কাছে বসুন্ধরা কিংস
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শিরোপার দিকে আরো এক পা এগিয়ে গেলো বসুন্ধরা কিংস। শুক্রবার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ের ফলে মোহামেডানের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে রয়েছে বসুন্ধরা কিংস।

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা পঞ্চম শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। মোহামেডানের পয়েন্ট ২০। তারা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

স্কোরশিটই বলে দিচ্ছে মাঠে বসুন্ধরা কিংসের একচ্ছত্র আধিপত্য ছিল। দ্বিতীয় মিনিটে ব্রাজিলের ডরিয়েলটনের গোলে বসুন্ধরা কিংস গোলের সূচনা করে। তাদের শেষ গোলটি হয় ৫৩ মিনিটে। এটি করেন রাকিব হোসেন। রাকিব ম্যাচে জোড়া গোল করেছেন। রাকিব নিজের প্রথম গোলটি করেন ১৯ মিনিটে।

বসুন্ধরার হয়ে অন্য দুই গোল করেন রবসন ও গফুরভ।

চট্টগ্রাম আবাহনী প্রথম পর্বে কিংসের কাছে ১-৪ গোলে হেরেছিল। এটি লিগে তাদের পঞ্চম হার। দ্বিতীয় পর্বে টানা দুই হারে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের দলটি টেবেলে ৯ নম্বরে রয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর