রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রুইনের জোড়া গোলে লড়াইয়ে থাকলো ম্যানসিটি
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ নিয়ে আগেই সতর্কতা উচ্চারণ করেছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তার সেই শঙ্কা বাস্তবে রূপ নেওয়ার অবস্থা হয়েছিল। আর তা হলেই ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই থেকে ছিটকে যেতে হতো ম্যানসিটিকে। শনিবার রাতে অনুষ্ঠিত ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ম্যানসিটি ৪-২ গোলে জয় পেয়েছে ঠিকই, তবে ম্যাচে তারা আগে গোল হজম করেছিল।

এ জয়ের ফলে ম্যানচেস্টার সিটি সেই তিনে রয়েছে। ৩১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭০। ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর এক ম্যাচ কম খেলা লিভারপুল ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

ম্যানসিটির হয়ে কেভিন ডি ব্রুইন, রিকো লুইস ও আর্লিং হালান্ড গোল করেন। ডি ব্রুরইন করেন জোড়া গোল। ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই পেপ গার্দিওলার কপালের ভাঁজ কয়েকগুন বাড়িয়ে দিয়েছিলেন ক্রিস্টাল প্যালেসের জা ফিলিপে মাতেতা। গার্দিওলার মনে হয়তো ম্যাচ হারের শঙ্কাও জেগে বসেছিল। এ অবস্থা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ত্রয়োদশ মিনিটের সময় কেভিন ডি ব্রুইন গোল করে সমতায় ফেরান।

প্রথমার্ধে ম্যানসিটির অর্জন এতটুকু। তবে দ্বিতীয়ার্ধে ক্রিস্টাল প্যালেসের সব প্রতিরোধ ভেঙ্গে দেয় ম্যানসিটির খেলোয়াড়রা। একের পর এক গোল আদায় করে নেয় তারা। রিকো লুইস ৪৭ মিনিটে, হালান্ড ৬৬ মিনিটে এবং ব্রুইন আবার ৭০ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যানসিটির হয়ে এটা ছিল ব্রুইনের শততম গোল। সে সঙ্গে শিরোপা লড়াইয়ে টিকে থাকে ম্যানসিটি।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর