শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

এশিয়া চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ছয় শাটলার

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

আগামীকাল ৯ এপ্রিল থেকে চীনের ঝেজিয়াং প্রদেশের শুরু হচ্ছে ব্যাংক অব নিংবো ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ। এশিয়ার শীর্ষ ৪০ ব্যাডমিন্টন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। প্রতিযোগিতায় বাংলাদেশের ছয় খেলোয়াড় অংশ নিচ্ছেন। তারা হলেন: খন্দকার আবদুস সোয়াদ, আল আমিন জুমার, নাজমুল ইসরাম, নিশান উদ্দিন, উর্মি আক্তার ও নাসিমা খাতুন।

সোয়াদ ও নাসিমা এককে প্রতিযোগিতায় খেলবেন। নাজমুল-নিশান ও উর্মি-নাসিমা দ্বৈতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জুমার-উর্মি মিশ্র দ্বৈতে অংশ নেবেন। দলের সঙ্গে রয়েছেন কোচ কাম ম্যানেজার মো. অহিদুজ্জামান রাজু। দেশ ছাড়ার আগে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমরা শ্রীলঙ্কায় টুর্নামেন্ট খেলায় খেলোয়াড় ও আমাদের দেশের র্যাংকিং বেড়েছে। সে কারণে সব ইভেন্টে আমরা অংশ নিতে পারছি। আমাদের র্যাংকিং আরো একটু ভালো হলে প্রতি একটি ইভেন্টে একাধিক খেলোয়াড় অংশ নিতে পারতো।’

প্রতিযোগিতায় ৪০ জন খেলোয়াড়ের মধ্যে ২৮ জন সরাসরি অংশ নেবেন। বাকি ১২ জন বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখান থেকে চারজন চূড়ান্ত পর্বে খেলবেন। বাংলাদেশের সব খেলোয়াড়কে বাছাইয়ে অংশ নিতে হবে। এদের মধ্যে এককের দুই প্রতিযোগী সোয়াদ ও নাসিমা খাতুনের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা বেশি। অন্য ইভেন্ট অর্থাৎ দ্বৈত ও মিশ্র দ্বৈতের সম্ভাবনা একটু কম। কেননা বাছাই পর্বে সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ভারতীয় প্রতিদ্বন্দ্বীরা অপেক্ষা করছে।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর