শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

কামিন্দু মেন্ডিস আইসিসির মাসসেরা ক্রিকেটার

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে চমৎকার পারফরম্যান্স করা শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিস আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। গত সপ্তাহে মাসসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। তালিকায় কামিন্দু মেন্ডিস ছাড়া আরো ছিলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার।

গত মাসে সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুটো সেঞ্চুরি করেন কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যখন ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুকছিল তখন সফরকারী দলের ত্রাণকর্তা হিসেবে ক্রিজে আসেন মেন্ডিস। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে জুটি করে নিজের দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন তিনি। ওই ইনিংসে ১০২ রানের ইনিংস খেলেন মেন্ডিস। শ্রীলঙ্কাকে নিয়ে যান ২০৮ রানে। এরপর প্রথম ইনিসে ভালো রানের একটা লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে কামিন্দু মেন্ডিস আবার সেঞ্চুরি করেন। এবার তার ব্যাট থেকে আসে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস।

এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেন মেন্ডিস। দারুণ এক রেকর্ডও গড়েন তিনি। সাত নম্বরে তার নিচে নেমে এক টেস্টে দুই সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তি গড়েন তিনি।

ম্যাচসেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত কামিন্দু মেন্ডিস। তিনি বলেন,পুরুষ ক্যাটাগরিতে আইসিসির ম্যাচসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে আমি দারুণ খুশি। এই পুরস্কার আমি আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অনুপ্রেরণা বলে মনে করি। এই ধরণের স্বীকিৃত দল, দেশ ও ভক্তদের জন্য কাজ করতে আমাদের অনুপ্রাণিত করে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর