ইংলিশ প্রিমিয়ার লিগশীর্ষে ওঠার সুযোগ হারাল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমে উঠেছে। রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় শিরোপা লড়াইয়ে যোগ হয়েছে নতুন উত্তেজনা। ড্র করায় শীর্ষস্থান হারিয়েছে লিভারপুল। আর্সেনাল স্থায়ীভাবে শীর্ষস্থানের দখল নিয়েছে। আর ম্যানচেস্টার সিটি সেই তিনে রয়েছে।
৩১ ম্যাচ শেষে আর্সেনালের বর্তমান পয়েন্ট ৭১। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্টও ৭১। তবে গোল পার্থক্যে আর্সেনাল শীর্ষস্থানের দখল নিয়েছে। ৩১ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট ৭০। আর ৪৯ পয়েন্ট নিয়ে ম্যানইউ রয়েছে ষষ্ঠ স্থানে।
ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ম্যানইউ নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে পয়েন্ট হারাতে হয়েছে তাদের। ৮৪ মিনিটে মোহাম্মদ সালাহ পেনাল্টি থেকে গোল করে মূল্যবান পয়েন্ট নিয়ে আসেন।
ওল্ড ট্রাফোর্ডে এটা ছিল মোহাম্মদ সালাহ’র ষষ্ঠ গোল। লিগের ইতিহাসে কোনো সফরকারী দলের খেলোয়াড়ের এটা সর্বোচ্চ গোল। এর আগে এই কীর্তি ছিল স্টিভেন জরার্ডের। পাঁচ গোল করেছিলেন তিনি।
ম্যাচে জয় পেলে বড় একটা বাধা পার হয়ে শিরোপার দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে পারতো লিভারপুল। সে পথেই তারা ছিল। ২৩ মিনিটে লুইস দিয়াজের গোল লিভারপুল ব্যবধান গড়ে নিয়েছিল। এক গোলের ব্যবধান নিয়ে রিবতিতে যায় উভয় দল। বিরতির পরই খেলার চিত্র পাল্টে যায়। একের পর এক আক্রমণে লিভারপুলকে ব্যতিব্যস্ত করে তোলে। তার ফসল ঘরে তুলতে মোটেও দেরি করেনি ম্যানইউ। বিরতির পর খেলার বয়স পাঁচ মিনিট হতে না হতেই ম্যান ইউ খেলায় ফিরে আসে। ব্রুনো ফার্নান্দেজ গোল করেন। ৬৭ মিনিটে কোবি মাইনু গোল করে ম্যানইউকে এগিয়ে নেন। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিক দল। হার্ভে ইলিয়টকে বাজেভাবে বাধা দেওয়ায় পেনাল্টি পায় লিভারপুল। সালাহ গোল করে দলের হার এড়ান।
এ নিয়ে টানা দ্বিতীয়বার লিভারপুলকে বড় ধাক্কা দিল খর্ব শক্তির ম্যানইউ। গত মাসে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ৪-৩ গোলে জয় পেয়েছিল ম্যানইউ। তবে দুর্ভাগ্য ম্যানইউয়ের। এ নিয়ে টানা তিন ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট হারাতে হলো ম্যানইউকে। একবার ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আর চেলসির কাছে ৩-৪ গোলে হেরেছে।