শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

থাইল্যান্ডের নাখন নায়ক দাবায় মনন তৃতীয়

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

থাইল্যান্ডের নাখন নায়কের ইনগটার্ন রিসোর্টে অনুষ্ঠিত ২য় নাখন নায়ক ইন্টারন্যাশনাল ওপেন দাবায় বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় তৃতীয় স্থান লাভ করেছেন। মনন রেজা নীড় ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৫ জনের সাথে দ্বিতীয় স্থানে জন্য টাই করে টাইব্রেকিংয়ে তৃতীয় হন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সপ্তম ও ফিদে মাস্টার নাইম হক অষ্টম হয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ১৪তম হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার বেডমাটসিরিনভ ওলেগের সাথে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের এ আরাভ ও ফিদে মাস্টার নাইম হক ভারতের আপার সাক্সেনার সাথে ড্র করেন। ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান রাশিয়ার ক্রিস্টোপভ কন্সটেনটিনকে হারান। ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার বারনাডস্কি ভিটালি ৭ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন। এ ইভেন্ট হতে ফিদে মাস্টার মনন রেজা নীড় ২৪ রেটিং ও ফিদে মাস্টার নাইম হক ২০ রেটিং বৃদ্ধি করেছেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুীফয়ান শাকিলের ২ এবং ফিদে মাস্টার তৈয়বুর রহমানের ৪০ রেটিং কমেছে। ১৩ টি দেশের একজন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৬ জন ফিদে মাস্টারসহ মোট ৩০ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর