শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

সৌদি সুপার কাপ

রোনালদোর লাল কার্ড, আল নাসরের বিদায়
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

জাতীয় দলের মিশন শেষে ক্লাব ফুটবলে উড়ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেতেছিলেন গোল উৎসবে। টানা দুই ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। হঠাৎ সেই রোনালদোর পতন হয়েছে। সোমবার আবুধাবীতে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের বিপক্ষে লাল কার্ড দেখেছেন তিনি। একই সঙ্গে তার দল ১-২ গোলে হেরেছে। বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

পর্তুগীজ তারকা রোনালদোর অপরাধ এতটাই বেশি ছিল যে, রেফারি তার জন্য কোনো হলুদ কার্ড ব্যবহার করেননি, সরাসরি লাল কার্ড। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে প্রতিপক্ষের খেলোয়াড় কনুই দিয়ে মারাত্মকভাবে আঘাত করায় রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

মাঠে রোনালদো এতটাই অখেলোয়াড়সুলভ ছিলেন যে, লাল কার্ড দেখার পর রেফারির দিকে হাত উঁচিয়ে ঘুষি মারার অভিনয় করেন। রেফারি অবশ্য তার এ কীর্তি দেখেননি, কেননা লাল কার্ড দেখানোর পর রেফারি অন্যদিকে ঘুরে গিয়েছিলেন।

২০২৩ সালের শুরুতে রোনালদো সৌদি লিগে যোগ দেন। গত মৌসুমে দলকে কোনো শিরোপা এনে দিতে পারেননি। সুপার কাপ থেকে তার দল বাদ পড়ায় এবারো তাকে শিরোপাহীন থাকতে হবে। আল নাসর এরই মধ্যে ঘরোয়া কাপ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে। ঘরোয়া লিগে অবস্থা স্বস্তিদায়ক নয়। সেখানেও শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই।

জর্জ জেসুসের গোলে ৬২ মিনিটে আল হিলাল প্রথমে এগিয়ে যায়। ব্রাজিলিয়ান তারকা ম্যালকম ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে ইনজুরি সময়ে আল নাসরের হয়ে ব্যবধান কমান।

আল হিলাল আগামী বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে আল ইত্তিহাদের মুখোমুখি হবে। সোমবার আল ইত্তিহাদ ২-১ গোলে আল ওয়েহদাকে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর