২৯ রমজানেও হলো চ্যাম্পিয়নশিপ লিগের খেলা

একে তো চৈত্র মাস। কাঠফাটা রোদ্দুর। তার ওপর রমজান মাস। তাতে নিস্তার মেলেনি খেলোয়াড়দের। পুরো রমজান মাস জুড়ে চলেছে ফুটবল, ক্রিকেট আর হকি খেলা। কাঠফাটা রোদ্দুরে খেলার পর গত শনিবার প্রিমিয়ার লিগ ফুটবলে বিরতি এসেছে। রোববার থেকে ছুটি পেয়েছে ক্রিকেটাররা। আর সোমবার থেকে ছুটি হয়েছে হকিতে। তবে মঙ্গলবার অর্থাৎ ২৯ রমজানে চলেছে ফুটবলের দ্বিতীয় স্তরের খেলা চ্যাম্পিয়নশিপ লিগ।
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়। এক ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। অন্য ম্যাচে এলিট একাডেমি ৫-০ গোলে উত্তরা ফুটবল ক্লাবকে হারিয়েছে।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আটটি দল খেলছে। দুই লেগ মিলিয়ে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। এরই মধ্যে সবগুলো দল ১১টি করে ম্যাচ শেষ করেছে। ঈদের বিরতির পর ১৫ এপ্রিল থেকে আবার খেলা মাঠে গড়াবে।