শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগ

আর্সেনাল-বায়ার্ন ম্যাচ ড্র
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ ড্র-তে শেষ হয়েছে। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

দুর্ভাগ্য আর্সেনালের। আগে গোল করেও নিজেদের মাঠে খেলার বাড়তি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। অবশ্য এ জন্য আর্সেনাল রেফারির ওপর দায় চাপাতে পিছপা হচ্ছে না। বদলি খেলোয়াড় লিন্দ্রো ট্রোসার্ডের গোলে সমতায় ফিরিয়েছিল স্বাগতিক দল। এটা ছিল ৭৬ মিনিটের ঘটনা। এর আগে দ্বাদশ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। স্বাগতিক দলের দুই গোলের মাঝে ১৮ মিনিটে সার্জ ন্যাবরি ও ৩২ মিনিটে হ্যারি কেনের পেনাল্টি থেকে গোল পায় বায়ার্ন মিউনিখ।

তবে খেলার শেষ মুহুর্তে আর্সেনালের প্রথম গোলদাতা বুকায়ো সাকার পক্ষে পেনাল্টি না দেওয়ায় ক্ষেপেছে আর্সেনাল। বায়ার্নের পেনাল্টি বক্সের মধ্যে সাকাকে অবৈধভাবে বাধা দিয়েছিলেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। স্বাগতিক দলের সমর্থকরা তখন নিশ্চিত পেনাল্টি দেখছে। কিন্তু রেফারি গ্লেন নাইবার্গ সেদিকে ভ্রুক্ষেপ করেননি, বরং কিছু সময়ের মধ্যে খেলার শেষ বাঁশি বাজিয়ে দেন।

এদিকে বায়ার্ন মিউনিখ কোচ থমাস টুখেলের একই রকম দাবি। তার মতে তাদেরকে একটা পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, আমাদের আরো একটা পেনাল্টি প্রাপ্য ছিল। কিন্তু আমাদের প্রাপ্য পেনাল্টি দেওয়ার সাহস রেফারির ছিল না। কেননা সে সময় পরিবেশ বেশ ভীতিকর ছিল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর