শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগ কো. ফাইনাল

রিয়াল-ম্যানসিটি ছয় গোলের লড়াই ড্র
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। যেনতেন প্রতিপক্ষ তো আর নয়, স্বাভাবিকভাবেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ছিল। তার ব্যতিক্রম হয়নি, বরং বলা যায় প্রত্যাশা ছাপিয়ে ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। বার্নাবু্যতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে শেষ হয়েছে। আগামী ১৭ এপ্রিল ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক ১৪ বার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শিরোপা সংখ্যায় ম্যানসিটির সঙ্গে তাদের কোনো তুলনা চলে না। কেননা মাত্র একবারই শিরোপা জয় করেছে ইংলিশ ক্লাবটি। দুই ক্লাবের শক্তিমত্তা বা পার্থক্য এভাবে বিচার করলে চলবে না। পেপ গার্দিওলার প্রশিক্ষণাধীনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন পূরণের তিন ধাপের একটি এই চ্যাম্পিয়ন্স লিগ। বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্লাব ফুটবলের এই প্রতিযোগিতায় ম্যানসিটি কতদূর যাবে তা সময়ই বলে দেবে। তবে মঙ্গলবার রাতের ম্যাচের পর তারা যে অনেকটা এগিয়ে রয়েছে তা পরিস্কার। কেননা ফিরতি লেগের ম্যাচটি পেপ গার্দিওলার দল নিজেদের মাঠে খেলবে।

অ্যাওয়ের এ ম্যাচে ম্যানসিটির আধিপত্য ছিল পরিস্কার। গোল সংখ্যা উভয় দল সমানে সমান হলেও আধিপত্যে স্পষ্ট এগিয়ে ছিল ম্যানসিটি। সেই অবস্থাটা বোঝানোর জন্য যেনো ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল সফরকারী দলটি। ম্যাচের বয়স মাত্র দুই মিনিট। তখনই রিয়াল মাদ্রিদ সমর্থকদের থমকে দেন বেনার্ডো সিলভা। ফ্রি কিক থেকে চমৎকার গোল করেন তিনি।

তবে এই গোল উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি ম্যানসিটির। শুধু তাই নয়, তাদের সমর্থকদের হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। দ্বাদশ মিনিটে আত্মঘাতি গোলে রিয়াল মাদ্রিদ সমতা ফেরায়। রুবেন দিয়াজ নিজেদের জালে বল জড়িয়ে দেন। রিয়ালের এই উৎসব শেষ হতে না হতেই আবার ম্যানসিটি হতাশায় ডোবে। মাত্র দুই মিনিটের ব্যবধানে রদ্রিগো গোল করে রিয়ালকে ২-১ গোলে এগিয়ে নেন।

প্রথমার্ধের ১৪ মিনিটে দর্শকেরা তিন গোলের দেখা পায়। তবে এ অর্ধে আর কোনো গোল হয়নি। এমনকি দ্বিতীয়ার্ধের লম্বা সময় পর্যন্ত ব্যবধানটা একই ছিল। কিন্তু এক পর্যায়ে মাত্র ১৩ মিনিটে দর্শকেরা আবার তিন গোলের দেখা যায়। ফিল ফোডেন ৬৬ মিনিটে সমতায় আনার পর ৭১ মিনিটে জোস্কো গ্যাভারডিওল ম্যানসিটিকে ৩-২ গোলে এগিয়ে নেন। তবে ম্যাচের উত্তেজনা তখনো শেষ হয়নি। সাত মিনিট পর ফেডেরিকো ভ্যালভার্দে গোল করে খেলার ফল ৩-৩ করেন। শেষ পর্যন্ত অমীমাংসিত থাকে প্রথম লেগের লড়াই। এখন অপেক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিতব্য ফিরতি লেগের লড়াইয়ের।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর