শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

রোনালদোর জোড়া দুঃসংবাদ

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

গোলের পর গোল করে উড়ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দুই ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। হঠাৎ করে পতন হয়েছে এই পর্তুগীজ তারকা। নিজেই ডেকেছেন নিজের পতন। দেখেছেন লাল কার্ড, সে সঙ্গে গুনতে হবে জরিমানা। লাল কার্ড দেখার কারণে নিষেধাজ্ঞা তো রয়েছেই।

মঙ্গলবার রাতে সৌদি সুপার কাপে আল হিলালের বিপক্ষে মাঠে নেমেছিল রোনালদোর আল নাসর। স্বপ্ন ছিল জয়ের। কিন্তু আল হিলাল এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে যায়। বিষয়টি রোনালদোর জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। দলের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই মেজাজ হারিয়ে বসেন রোনালদো এবং এক পর্যায়ে আল হিলালের এক খেলোয়াড়কে কনুই দিয়ে মারাত্মকভাবে আঘাত করেন। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখেন রোনালদো।

পর্তুগীজ তারকার অপরাধ এখানে শেষ নয়। রেফারিকে ঘুষি মারার একটা অভিনয়ও করে ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় রেফারি তার প্রতিবেদনে রোনালদোর বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন। যার ধারাবাহিকতায় রোনালদো আগামী দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন। সেই সঙ্গে গুনতে হবে আর্থিক জরিমানা।

রোনালদোর নিষিদ্ধ হওয়ার ঘটনা একটা প্রথম নয়। এর আগে দর্শকদের উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করার দায়ে একবার নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর