চ্যাম্পিয়ন্স লিগপ্রথম লেগ জিতে সেমির পথে এগিয়ে অ্যাতলেতিকো

মাদ্রিদবাসীর মঙ্গলবার রাতটা ভালো যায়নি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভালো খবর দিতে পারেনি। তবে বুধবার মাদ্রিদের আর এক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ ঠিকই তাদের স্বস্তি এনে দিয়েছে। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় ২-১ গোলে জয় পেয়েছে তারা।
সময়টা ভালো যাচ্ছে না অ্যাতলেতিকো মাদ্রিদের। সেমিফাইনালটা তাদের কাছে স্বপ্ন হয়ে পড়েছে। গত সাত বছরে একবার কোয়ার্টার ফাইনালের বাধা তারা পার হতে পারেনি। এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম লেগ জয়ের ফলে কিছুটা হলেও তারা এগিয়ে রয়েছে।
ম্যাচ শুরু হতেই না হতেই স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার রদ্রিগো দি পল। হঠাৎ করে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তিনি দলকে এগিয়ে নেন। মূলত ডর্টমুন্ডের রক্ষণভাগের ভুলে তিনি এ গোলটি পেয়ে যান। শুরুর এক গোল যেন অ্যাতলেতিকো মাদ্রিদের খেলার গতি বহুগুনে বাড়িয়ে দেয়। ফলে এ সময়ে ডর্টমুন্ডের পক্ষে নিজেদের সীমানার বাইরে যাওয়াটা কঠিন হয়ে পড়ে। স্প্যানিশ ক্লাবটির চাপে পড়ে জার্মান ক্লাবটির রক্ষণভাগ কিছুটা হলেও খেই হারিয়ে ফেলে। তারই সুবাদে ৩২ মিনিটে আবার গোল পায় অ্যাতলেতিকো। গ্রিজম্যানের পাস থেকে বল পেয়ে স্যামুয়েল লিনো গোল করেন। নিষেধাজ্ঞায় পড়ায় ফিরতি লেগে তিনি খেলতে পারবেন না।
ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান সেবাস্তিয়েন হ্যালার। এই গোল কিছুটা হলে জার্মান দলকে স্বস্তি এনে দিয়েছে। পরবর্তী লেগ নিজেদের মাঠে খেলা হওয়ায় এখনই হাল ছাড়ছে না ডর্টমুন্ড।