শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রাফিনহার জোড়া গোলে পিএসজিকে হারালো বার্সেলোনা
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ফুটবল দর্শকেরা আরো একটা আগুনে ম্যাচে উপভোগ করলো। যে ম্যাচে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ত জার্মেই ও বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে অ্যাওয়ে ম্যাচ থেকে স্প্যানিশ ক্লাবটি পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরেছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের এ ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।

গোল করা যার অভ্যাস সেই কিলিয়ান এমবাপ্পে এ ম্যাচে গোলের দেখা পাননি। প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে গোল করেছেন ওসমানে দেম্বেলে ও ভিতিনহা। বার্সেলোনার হয়ে অন্য গোলটি করেন আন্দ্রেস ক্রিসটেনসেন। পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার রক্ষণভাগ অসাধারণ কৌশলে এমবাপ্পেকে ম্যাচে একেবারে নিষ্ক্রিয় করে রেখেছিল। ফলে প্রচন্ড হতাশায় ভুগেছেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার।

অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী পিএসজির বিপক্ষে বার্সেলোনা কি করে তা নিয়ে আগ্রহের কমতি ছিল না ফুটবল ভক্তদের। তবে ম্যাচের শুরুতেই সেই আগ্রহ, উদ্বেগ বা শঙ্কা সব উড়িয়ে দেয় স্প্যানিশ ক্লাবটি। ৩৭ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে রাফিনহা বার্সেলোনাকে এগিয়ে নেন। পিএসজি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা একটা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে রাফিনহা সুযোগটা কাজে লাগান।

এক গোলে পিছিয়ে থাকা পিএসজি দ্বিতীয়ার্ধ নতুন উদ্দামে লড়াই শুরু করে। তার ফসলও তারা ঘরে তোলে। সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে দ্বিতীয়ার্ধের শুরুর পাঁচ মিনিটে তারা দুইবার বার্সেলোনার জালে বল ফেলে। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে তারা জয়ের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু এ ম্যাচের চিত্রনাট্য যে ভিন্নভাবে লেখা হয়েছিল। আর সেই আলোর কেন্দ্রে রাফিনহা। ৬২ মিনিটে বদলি খেলোয়াড় পেদ্রি লম্বা পাস থেকে বল পেয়ে তিনি সমতা ফিরিয়ে আনেন। ম্যাচ শেষ হওয়ার আগে হেড থেকে লক্ষ্য ভেদ করে বার্সেলোনাকে জয় এনে দেন আন্দ্রেস ক্রিসটেনসেন।

এ জয়ের ফলে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকলো বার্সেলোনা। অন্যদিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের সন্ধানে থাকা পিএসজির সামনের পথটা কিছুটা হলেও কঠিন হয়ে গেল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর