শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

ইউরোপা লিগ

চার বছর পর এসি মিলানকে হারালো রোমা
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় এসি মিলানকে থমকে দিয়েছে এএস রোমা। বৃহষ্পতিবার নিজেদের মাঠের খেলায় এসি মিলান ০-১ গোলে হেরেছে।

ঘরোয়া লিগে রোমার থেকে অধিকতর ভালো অবস্থানে এসি মিলান। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা। কিন্তু এ ম্যাচে রোমা তাদেরকে এমনভাবে চেপে ধরেছিল যে এসি মিলান নিজেদের খোলসে আটকে গিয়েছিল। তারই মাঝে ম্যাচের শুরুতে ১৭ মিনিটে গিয়ানলুকা ম্যানচিনির গোলে এগিয়ে যায় রোমা। পাউলো দিবালার হেড থেকে পাওয়া বল কাঙ্খিত ঠিকানায় পাঠাতে মোটেও ভুল করেননি ম্যানচিনি। প্রথমার্ধের শুরুতে পাওয়া এই গোল শেষ পর্যন্ত ধরে রাখে রোমা। ২০১৯ সালের পর এসি মিলানের বিপক্ষে রোমার একটা প্রথম জয়।

ম্যাচ শেষে মিলান কোচ স্টেফানো পিওলি বলেন, আমাদের আরো সাহসী ভূমিকা নেওয়া উচিত ছিল। আমরা কিছু সুযোগ তৈরি করেছিলাম কিন্তু গত ম্যাচে আমরা যেভাবে খেলেছিলাম আমাদের খেলাটা সে মানের ছিল না।’

আগামী বৃহষ্পতিবার ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।

অন্য এক ম্যাচে পর্তুগীজ চ্যাম্পিয়ন বেনফিকা ২-১ গোলে হারিয়েছে মার্শেইকে। রাফা সিলভা ও আনহেল ডি মারিয়া গোল করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর