শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

চূড়ান্ত হলো ২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের ভেনু্য

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের আসর। এর তার তিন বছর পর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপে আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের ভেনু্য এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ‘বৈজ্ঞানিক’ কারণ বিবেচনায় রেখে ২০২৭ বিশ্বকাপের ভেনু্য নির্বাচন করা হয়েছে। মূলত ভেনু্য নির্বাচনে বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার টেস্ট ভেনু্য জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড ও গেবেরার সেন্ট জর্জেস পার্কে হবে খেলা। এছাড়া ব্লূমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্কে খেলা হবে।

২০২৭ সালের অক্টোবরে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর