শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

ইউরোপা লিগ

লিভারপুলকে থমকে দিল আটালান্টা
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

কোচ হিসেবে লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের এটাই শেষ মৌসুম। দলকে ট্রেবল শিরোপা এনে দেওয়ার স্মৃতি সঙ্গী করে বিদায় নেবেন সেই স্বপ্ন লালন করে চলেছেন তিনি। সে পথেই আছে লিভারপুল। তবে বৃহস্পতিবার রাতে বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বড় ধাক্কা হজম করতে হয়েছে লিভারপুলকে। নিজেদের মাঠের খেলায় আটালান্টার কাছে ০-৩ গোলে হেরে গেছে লিভারপুল।

আটালান্টার জয়ে জোড়া গোল করেছেন গিয়ানলুকা স্ক্যামাকা। অন্য গোলটি করেছেন মারিও পাসালিক।

ক্লপ মূলত নিজের কৌশলের কাছে নিজেই ধরা খেয়েছেন। প্রতিপক্ষের শক্তিকে আমলে নেননি। বরং তাদেরকে দুর্বল হিসেবে ধরে নিয়েছিলেন। যার ফলে যা হওয়ার তাই হয়েছে। মোহাম্মদ সালাহ, ডোমিনিক সোবোজলাই, অ্যান্ডি রবার্টসনদের একাদশের বাইরে রেখেছিলেন। দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামিয়েও কোনো সুবিধা করতে পারেননি। বরং দ্বিতীয়ার্ধে তারা আরো দুই গোল হজম করেছে।

২০২৩ সালের ২১ ফেব্রুয়ারির পর নিজেদের মাঠে লিভারপুলের এটা প্রথম হার। সে সময় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ২-৫ গোলে হেরেছিল ইংলিশ ক্লাবটি।

লিভারপুল এ মৌসুমে কারাবাও কাপ জয় করেছে। প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে ভালো অবস্থানে রয়েছে। আগামী ২২ মে ডাবলিনে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। লিভারপুল যদি ফাইনালে পৌঁছাতে পারে তাহলে ৯ বছরে এটা হবে লিভারপুলের দায়িত্বে থাকা ক্লপের শেষ ম্যাচ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর