শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

কোপা আমেরিকায় ইসরায়েল

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

ইসরায়েল-গাজা সংঘাতের কারণে ইসরায়েলে ফুটবল ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে উয়েফা। ইসরায়েলের ক্লাবগুলোও তাদের হোম ম্যাচ নিজেদের দেশে খেলতে পারছে না। এমন সময়ে চমক জাগানিয়া এক কাজ করেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সঙ্গে তারা এক চুক্তি করেছে। যার ধারাবাহিকতায় তারা এখন ফুটবলের সবচেয়ে পুরানো ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকায় খেলতে পারবে।

কনমেবল আইএফএকে তাদের পরিবারে স্বাগত জানিয়েছে। কনমেবলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আইএফএ নিজেদের ভাগ্যবান মনে করছে। এক সাক্ষাতকারে সংস্থাটির প্রেসিডেন্ট মোশে জুয়ারেস বলেন, এটা এক ঐতিহাসিক মূহুর্ত।

কনমেবলের সঙ্গে চুক্তির ফলে ইসরায়েল এখন উয়েফার সঙ্গে থাকবে কিনা সে ব্যাপারটি এখনো পরিস্কার নয়। ভূ-রাজনৈতিক কারণে ১৯৯৪ সালে ইসরায়েল এশিয়া অঞ্চল ছেড়ে উয়েফাতে যোগ দেয়। যদিও তারা কখনো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি তবে তারা বরাবরই নিজেদের শক্তিশালী দল হিসেব উপস্থাপন করে থাকে। ২০২০ ও ২০২৪ সালে অল্পের জন্য তারা চূড়ান্ত পর্বের টিকেট পায়নি। উভয় আসরে প্লে অফ থেকে তারা বাদ পড়ে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর