বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

আইপিএল

পয়েন্ট টেবিলে লজ্জা এড়াল দিল্লি ক্যাপিটালস
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

আইপিএলে পয়েন্ট টেবিলের একবারে তলানিতে পড়েছিল দিল্লি ক্যাপিটালস। শুক্রবার লক্ষ্মৌ সুপার জায়ান্টস হারিয়ে সেই লজ্জা থেকে বের হয়ে এসেছে দলটি। ৬ উইকেটে জয় পেয়েছে দিল্লি। ৭ উইকেটে লক্ষ্মৌর করা ১৬৭ রানের জবাবে দিল্লি ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

দিল্লির এটা ছয় ম্যাচে দ্বিতীয় জয়। বর্তমানে পয়েন্ট টেবিলে তারা নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে। সবার নিচে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে লক্ষ্মৌ পয়েন্ট টেবিলে নেতৃত্ব দেওয়ার সুযোগ হাতছাড়া করেছে। ৫ খেলায় তাদের পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলে তারা রয়েছে পঞ্চম স্থানে। এ ম্যাচে জয় পেলে তারা নেতৃত্বে চলে আসতো।

প্রথম ব্যাট হাতে নামা লক্ষ্মৌর শুরুটা ছিল নড়বড়ে। অবস্থা আরো নাজুক করে দেন দিল্লির বোলার কুলদ্বীপ যাদব। যখন রান ছুটবে দ্রুত গতিতে তখন মাত্র ১১ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নেন তিনি। এর মাঝে দুর্দান্ত ব্যাটিং করা লোকেশ রাহুলের উইকেট ছিল। ফলে লক্ষ্মৌ তাদের রানকে পরিকল্পনা মতো বাড়াতে পারেনি। আয়ুশ বাদোনি ঝড়ো ইনিংসে উপহার না দিলে তাদের অবস্থা আরো নাজুক হতো। ৩৫ বলে তিনি ৫৫ রান করেন।

জবাবে দিল্লিকে খুব একটা দুঃশ্চিন্তা পড়তে হয়নি। ওপেনার ডেভিড ওয়ার্নার মাত্র ৮ রানে আউট হলেও অপর ওপেনার পৃথ্বি শ, জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক ও অধিনায়ক রিশাভ পন্থ দারুনভাবে দলকে জয় এনে দেন। পৃথ্বি শ ৩২, জ্যাক ফ্রেজার ৫৫ ও রিশাভ পন্থ ৪১ রান করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর