শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

লা লিগা

নিয়মিত খেলোয়াড়দের বাইরে রেখেও রিয়াল-বার্সার জয়
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

লা লিগায় বেশ স্বস্তিতে রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে চলেছে। তবে বড় কথা হচ্ছে তাদের শিরোপা জয়ের পথে হুমকি ধামকি দেওয়ার মতো আশপাশে কেউ নাই। শনিবার অ্যাওয়ে ম্যাচে মায়োর্কাকে হারিয়েছে তারা। ১-০ গোলে জয়। আর তাতেই নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে সেই ৮ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে। একই দিনে বার্সেলোনা অ্যাওয়ে ম্যাচে কাদিজকে ১-০ গোলে হারিয়েছে।

এ জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৮ পয়েন্ট। কয়েক যোজন দূর থেকে তাদেরকে অনুসরণ করে চলেছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৭০।

শনিবার রাতে অনুষ্ঠিত মায়োর্কার বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ কোচ একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ফিরতি লেগের জন্য ছিল এই সতর্কতা। একাধিক খেলোয়াড়কে বিশ্রামে রাখলেও লক্ষ্য অর্জনে রিয়াল মাদ্রিদের কোনো সমস্যা হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আউরেলিয়েনের গোল পূর্ণ পয়েন্টের নিশ্চয়তা পেয়ে যায় তারা।

অন্যদিকে বার্সেলোনা তাদের একমাত্র গোলটি পায় প্রথমার্ধের শেষদিকে। ৩৭ মিনিটে দারুণ এক বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন হোয়াও ফেলিক্স। বার্সেলোনা কোচও রিয়াল মাদ্রিদের মতই কৌশল নিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের জন্য নিয়মিত খেলোয়াড়দেদর বিশ্রামে রেখেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের বার্সেলোনার প্রতিপক্ষ প্যারিস সেন্ত জার্মেই।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর