শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগ

বড় জয়ে শীর্ষে ম্যানসিটি
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

ম্যানচেস্টার সিটি আবার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে। শনিবার রাতে নিজেদের মাঠে অপেক্ষাকৃত দূর্বল দল লুটন টাউনকে উড়িয়ে দিয়েছে তারা। জয় পেয়েছে ৫-১ গোলে। এ জয়ের ফলে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে ম্যানসিটি। তবে এই নেতৃত্ব হতে পারে স্বল্প সময়ের জন্য। কেননা এক ম্যাচ কম খেলা আর্সেনাল ও লিভারপুল ৭১ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে। আর্সেনাল ও লিভারপুল নিজ নিজ ম্যাচে জয় পেলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে আবার তৃতীয় স্থানে নেমে আসতে হবে।

ম্যানসিটির এই বড় জয়ে গোল করেছেন মাতেও কোভাসিস, আর্লিং হালান্ড, জেরেমি ডোকু ও জোসকো গাভারডিওল। অন্য গোলটি ছিল আত্মঘাতি।

সিটির এ বড় জয়ের শুরুটা হয়েছিল আত্মঘাতি গোলে। ম্যাচের বয়স তখন কেবলমাত্র এক মিনিট পার হয়েছে তখনই আত্মঘতি গোলটি পায় ম্যানসিটি। শুরুতে পিছিয়ে পড়লেও লুটন টাউন প্রথমার্ধের বাকি সময় নিজেদের জাল ভালোভাবেই অক্ষত রেখেছিল। একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়লেও তা দারুণভাবে সামাল দিয়ে চলেছিল। তবে দ্বিতীয়ার্ধে তাদের সব প্রতিরোধ ভেঙ্গে চুরমার করে দেয় ম্যানসিটি। একে একে লুটনের জালে চারবার বল ফেলে।

প্রথম গোলটি করেন মাতেও কোভাসিস। ৬৪ মিনিটে গোলটি করেন তিনি। এরপর ৭৬ মিনিটে পেনাল্টি থেকে হালান্ড, ৮৭ মিনিটে জেরেমি ডোকু ও ইনজুরি সময়ে জোসকো গাভারডিওল গোল করে ম্যানসিটি সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর