মেসি চমকে অবশেষে জয়ের দেখা পেল মায়ামি

জয়ের সঙ্গে ক্রমেই দূরত্ব বেড়ে চলেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামির। সব ধরণের প্রতিযোগিতা মিলে গত পাঁচ ম্যাচের জয়ের দেখা পায়নি মায়ামি। অবশেষে বাংলাদেশ সময় রোববার সকালে তারা জয়ের দেখা পেয়েছে। মেজর সকার লিগে অ্যাওয়ে ম্যাচ স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলে হারিয়েছে।
কানসাসের বিপক্ষে এ জয়ের নায়ক ছিলেন স্বাভাবিকভাবেই বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নিজে একটা গোল করেছেন আর একটা করিয়েছেন।
কানসাসের এ ম্যাচটি নিয়ে বেশ আগে থেকেই মেজর সকার লিগে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। দর্শকের ঢল নামবে বলে আশা ব্যক্ত করা হয়েছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ৭২৬১০ দর্শক উপস্থিত ছিলেন। মিসৌরীর ইতিহাসে এটি সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। তবে মেজর সকার লিগে দর্শক উপস্থিতির তালিকায় এটি ততৃীয় স্থানে।
ইনজুরির কারণে শেষ পর্যন্ত মেসি খেলবেন কিনা তা নিয়ে যেমন একটা শঙ্কা ছিল তেমনি শঙ্কা ছিল মাঠে কখন নামবেন। শুরুর একাদশে থাকবেন না বদলি খেলোয়াড় হিসেবে নামবেন। সব জল্পনা কল্পনা উড়িয়ে মেসি প্রথম একাদশে মাঠে নামনে। গত ২ মার্চের পর এই প্রথম মেসি মেজর সকার লিগের প্রথম একাদশে থাকেন এবং দর্শকের মন কেড়ে নেন।
তবে ম্যাচটি মায়ামির জন্য মোটেও সহজ ছিল না। ম্যাচের ষষ্ঠ মিনিটে এরিক থমি দারুণ এক গোল করে স্বাগতিক দলকে এগিয়ে নিয়েছিলেন। তবে বেশিক্ষণ এ গোলের অস্বস্তি বয়ে বেড়াতে হয়নি মায়ামিকে। ১৮ মিনিটে মেসি চমৎকার পাস থেকে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন দিয়াগো গোমেজ। আর দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নেন মেসি।
ম্যাচটি কানসাসের মাঠে হওয়াতে স্বাভাবিকভাবেই তাদের দর্শক বেশি ছিল। কিন্তু তাদের বেশির ভাগের নজরে ছিলেন মেসি। তাদেরকে হতাশ করেননি তিনি। মায়ামি এগিয়ে যাওয়ার সাত মিনিটের মধ্যে আবার থমি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।
ম্যাচ তখন সমতায়। এমন সময় কানসাসের রক্ষণভাগের এক ভুলে লুইস সুয়ারেজ গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।