বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

জমে উঠেছে হকি লিগের শিরোপা লড়াই

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার বিভাগের হকি লিগের শিরোপা জয়ের লড়াই। আজ মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে ঢাকা আবাহনী ৫-০ গোলে অ্যাজাক্সকে হারিয়েছে। এর ফলে শিরোপা জয়ের লড়াইটা ত্রিমুখী হয়ে পড়েছে।

আজকের জয়ের ফলে ১৪ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলা মোহামেডান ও মেরিনার্সের পয়েন্ট যথাক্রমে ৩২ ও ৩১। মঙ্গলবার মোহামেডান ও উষা মুখোমুখি হবে। এ ম্যাচে মোহামেডান জয় পেলে তারা আবাহনীকে টপকে শীর্ষস্থানের দখল নেবে।

লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। মূলত ওই ম্যাচের ফলাফল হকি লিগের শিরোপা নির্ধারণ করবে।

মোহামেডানের এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সে সম্ভাবনা আবাহনীর কম। এদিকে মেরিনার্স পরের দুই ম্যাচ খেলবে অপেক্ষাকৃত দুই দুর্বল দল অ্যাজাক্স ও পুলিশের বিপক্ষে। এই দুই ম্যাচে জয় পেলে মেরিনার্সের পয়েন্ট দাঁড়াবে ৩৭। আবাহনী শেষ ম্যাচে মোহামেডানকে হারালে তাদেরও পয়েন্ট হবে ৩৭।

এদিকে আবাহনী-মোহামেডান ম্যাচ ড্র হলেও মোহামেডানের পয়েন্ট হবে ৩৬, আবাহনীর ৩৫। সেক্ষেত্রে ৩৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে মেরিনার্স।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর