বায়ার্নের রাজত্বে হানালেভারকুসেনের প্রথম লিগ শিরোপা

মৌসুম শুরুতে বুন্দেসলিগায় ১৮টি দল লড়াই শুরু করবে, আর শেষে ট্রফি নিয়ে উৎসব করবে বায়ার্ন মিউনিখ। গত ১১ বছর জার্মানির ফুটবলে এমন চিত্র দেখে অভ্যস্থ ফুটবল ভক্তরা। শুধু তাই নয়, বায়ার্ন মিউনিখ যতবার শিরোপা জয় করেছে বাকি সবগুলোর শিরোপা সংখ্যাও তার সমান নয়। এক দশকের বেশি সময় এবার শিরোপা হাতছাড়া হলো বায়ার্নের। জার্মান ফুটবল লিগের নতুন চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন।
নতুন চ্যাম্পিয়ন মানেই নতুন। এর আগে লেভারকুসেন কখনো লিগ শিরোপার মুখ দেখেনি। ১২০ বছরের ক্লাব ইতিহাসে এটিই তাদের প্রথম লিগ শিরোপা। এর আগে পাঁচবার রানার্স আপ হলেও এবারই তারা প্রথম চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে। লিগের পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় করেছে তারা।
রোববার ওয়ের্ডার ব্রেমেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয় করে লেভারকুসেন। দারুণ একটা দিন ছিল লেভারকুসেনের সমর্থকদের জন্য। কেননা ম্যাচটা ছিল নিজেদের মাঠে। আর তাতেই শিরোপা জয়ের উৎসব নিজেদের মত করেই উদযাপন করতে পেরেছে দলটি। ম্যাচে ফ্লোরিয়ান উইর্টজ হ্যাটট্রিক করেছেন। ৬৮, ৮৩ ও ৯০ মিনিটে গোল তিনটি করেন তিনি। অবশ্য তার আগে জয়ের কাজটা নিশ্চিত করেন ভিক্টর বোনিফেস ও গ্রানিত ঝাকা। বোনিফেস ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। আর ঝাকা ৬০ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জাবি আলোনসোর প্রশিক্ষণাধীন লেভারকুসেন। লিগে টানা ২৯ ম্যাচ অপরাজিত তারা। সব মিলিয়ে এ মৌসুমে তারা সব ধরণের প্রতিযোগিতা মিলেটানা ৪৩ ম্যাচ অপরাজিত। ১৯৯৩ সালের পর এটি তাদের প্রথম শিরোপা।