এমবাপ্পের ইতিহাস, পিএসজি শিরোপার আরো কাছে
ফ্রেঞ্চ ফুটবল লিগে গোলের ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। তার ইতিহাস গড়ার দিনে বড় জয়ে প্যারিস সেন্ত জার্মেই শিরোপার দিকে আরো এক ধাপ এগিয়ে গেছে। বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে লোরিয়েন্তকে ৪-১ গোলে হারিয়েছে তারা। এমবাপ্পে জোড়া গোল করেছেন। একই কৃতিত্ব দেখিয়েছেন ওসমানে দেম্বেলে। জোড়া গোল করেছেন তিনিও।
পিএসজির এ মৌসুমে শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী শনিবার নিজেদের মাঠে লে হাভরেকে হারাতে পারলেই তাদের শিরোপা জয় নিশ্চিত হবে। গতরাতেই তারা শিরোপা উৎসব করতে পারতো। কিন্তু মোনাকো লিলেকে হারিয়ে দেওয়ায় পিএসজির শিরোপা উৎসব পিছিয়ে যায়। এখন আগামী শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।
এ ম্যাচের জোড়া গোলের সুবাদে এমবাপ্পে পিএসজির হয়ে সব ধরণের প্রতিযোগিতায় তার গোলের সংখ্যা ২৫৫ তে উন্নীত করেছেন। এর মাধ্যমে ফ্রেঞ্চ ফুটবলে কোনো একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার মালিক তিনি। এর আগে এ কৃতিত্ব ছিল রজার কোর্টিওসের। সোচাক্সের হয়ে এ কীর্তি গড়েছিলেন তিনি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টরি অব স্ট্যাটিসটিক্স (আইএফএফএইচএস) এ তথ্য জানিয়েছে।
ওসমানে দেম্বেলে ১৯ ও ৬০ মিনিটে গোল করেন।এমবাপ্পে তার ইতিহাস গড়া গোল দুটো ২২ ও ৯০ মিনিটে।
এ জয়ের ফলে পিএসজি ৩০ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। মোনাকোর পয়েন্ট ৫৮। তারা রয়েছে দ্বিতীয় স্থানে।







