রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

সোসিয়েদাদকে হারিয়ে শিরোপার আরো কাছে রিয়াল মাদ্রিদ

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ফাঁকা মাঠে গোল দিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা জয়ের পথে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে এগিয়ে চলেছে তারা। শুক্রবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে শিরোপার সঙ্গে দূরত্ব আরো কমিয়ে এনেছে।

রিয়াল মাদ্রিদের এখনো পাঁচটি ম্যাচ বাকি। তবে পাঁচ ম্যাচ নয়, আগামী দুই ম্যাচ পরেই তারা শিরোপা জয়ের উৎসব করতে পারে। রেকর্ড ৩৬তম লিগ শিরোপা জয় করতে পাঁচ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের মাত্র চার পয়েন্ট দরকার। চার পয়েন্ট পেলেই তারা অন্যদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।

৩৩ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের বর্তমান পয়েন্ট ৮৪। দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট ৭০। অবশ্য তারা একটা ম্যাচ কম খেলেছে। ফলে এ মৌসুমের জন্য বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের জন্য কোনো আতঙ্ক নয়।

গত রোববার বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ তাদের আসল কাজটা সেরে রেখেছিল। বার্সেলোনার বিপক্ষে খেলা দলে ব্যাপক পরিবর্তন এনে এ ম্যাচের দল সাজিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। জুডে বেলিংহাম ও টনি ক্রুসসহ নয় খেলোয়াড়কে দলের বাইরে রেখেছিলেন। তারপরও প্রয়োজনীয় পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে কোনো সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদের।

একাধিক নতুন খেলোয়াড় থাকায় শুরুতে রিয়াল মাদ্রিদ একটু সমস্যায় পড়েছিল। নিজেদের মাঠের খেলায় ষষ্ঠ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে। ফলে সফরকারী রিয়াল মাদ্রিদ তেমন একটা সুবিধা করতে পারেনি। প্রথমার্ধে মাত্র একবারই সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। সে সুযোগটা কাজে লাগিয়েই দলকে এগিয়ে নিয়েছিলেন ১৯ বছর বয়সী তুর্কি তরুণ গুলার। এই প্রথম তিনি রিয়ালের হয়ে শুরুতে মাঠে নামার সুযোগ পান।

তিন মিনিট পরেই সোসিয়েদাদ সমতা সূচক গোলের দেখা পেয়েছিল। কিন্তু আক্রমণের শুরুতে ফাউল হওয়ার কারণে সে গোল বাতিল করেন রেফারি। পরবর্তীতে আরো একটা গোল পেয়েছিল স্বাগতিক দল। এবারের গোলও বাতিল হয়। এবার অফসাইড।

 


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর